Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাটোরের গুরুদাসপুরে বিএসটিআই, রাজশাহীর মোবাইল কোর্ট পরিচালনা, "ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ " অনুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
বিস্তারিত

অদ্য  ২৪-০৪-২০২৪ খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, গুরুদাসপুর, নাটোর  ও বিএসটিআই  বিভাগীয় অফিস রাজশাহী এর সমন্বয়ে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত  আদালতে-

১) মেসার্স হাকিম ফিলিং স্টেশন, চাঁচকৈড়, গুরুদাসপুর, নাটোর  প্রতি ১০ লিটারে পেট্রোল ইউনিটে ২৭০ মি.লি. করে কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ " অনুযায়ী  ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

২) মেসার্স গোপাল চন্দ্র সাহা, চাঁচকৈড়, গুরুদাসপুর, নাটোর  প্রতি ৫ লিটারে ৫০ মি.লি. করে কম জ্বালানী তেল প্রদান করায়  ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

৩) মেসার্স বাবুল কুমার সাহা, চাঁচকৈড়, গুরুদাসপুর, নাটোর   প্রতি ৫ লিটারে ৫০ মি.লি. করে কম জ্বালানী তেল  প্রদান করায়  ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  জনাব সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুর, নাটোর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  জনাব মো: আবুল কায়েম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, রাজশাহী ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/04/2024
আর্কাইভ তারিখ
30/06/2024