Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাটোরের বাগাতিপাড়ায় দই ও বেকারি কারখানায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা , বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২ টি মামলা দায়ের করে ২০,০০০/- জরিমানা আদায়।
বিস্তারিত

অদ্য ২৩-০৪-২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীন ভাবে ব্রেড, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও  বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়-

০১. শাহ আলম বেকারি, (প্রোঃ মোঃ নজরুল  ইসলাম), মিশ্রিপাড়া, দয়রামপুর, বাগাতিপাড়া, নাটোরকে  ১০,০০০/-,  ও ২) আয়েশা সিদ্দিকা দইঘর ( প্রোঃ শাহরিয়ার হোসেন সবুজ), মিশ্রিপাড়া, দয়রামপুর, বাগাতিপাড়া, নাটোরকে ১০,০০০/- জরিমানাসহ মোট ২ টি মামলা দায়ের করে ২০,০০০/- ( বিশ হাজার) জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি আদালত প্রতিষ্ঠানটিকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।


উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া মমতাজ,  বাগাতিপাড়া, নাটোর। 


প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। 


জনস্বার্থে বিএসটিআই এর এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/04/2024
আর্কাইভ তারিখ
30/04/2024