বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে ৫০তম বিশ্ব মান দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর স্টার হোটেল এর সম্মেলন কক্ষে অদ্য সকাল ১১:০০ ঘটিকায় বিএসটিআই’র পরিচালক জনাব মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য- “ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন (Video standards create a global stage)”।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকীর হোসেন (যুগ্ম সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), রাজশাহী বিভাগ।
বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জি. এস. এম আব্দুর রাজ্জাক, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মোস্তাক হাসান (উপ-সচিব), উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী এবং জনাব মোঃ মনিরুজ্জামান, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী।
উক্ত আলোচনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী সংগঠনের নেত্রীবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS